বরিশালে ১০০ পরিবারে উপহার দিলেন ৯৭ এবং ৯৯ ব্যাচের শিক্ষার্থীরা

বরিশালের অসহায়-দুঃস্থ ১০০ পরিবারে মাঝে ঈদ উপহার সামগ্রী দিয়েছে এসএসসি ৯৭ এবং এইচএসসি ৯৯ ব্যাচের শিক্ষার্থীরা। বরিশাল বিভাগীয় গ্রুপ ওই ঈদ উপহার অসহায় পরিবারে পৌঁছে দেয়।
গত বৃহস্পতিবার থেকে শুক্রবার পর্যন্ত নগরীর কাশীপুর থেকে রূপাতলীসহ বিভিন্ন এলাকায় প্রকৃত অসহায়দের দ্বারে দ্বারে গিয়ে ঈদ উপহার সামগ্রী পৌঁছে দেন গ্রুপের সদস্যরা।
প্রতিটি প্যাকেটে ৩ কেজি চাল, ১ কেজি পোলাও চাল, ১ লিটার সয়াবিন, ১ কেজি ডাল, ১ কেজি চিনি, ১ কেটি পিয়াজ, ২ কেজি আলু, ১ প্যাকেট সেমাই এবং ৫০ গ্রাম করে গুড়া দুধ রয়েছে।
রেজাউল হাসান তুহিন, মাহমুদুল হায়দার তামিম, তৌহিদুর রহমান জুয়েল, তানজীব আহমেদ এবং প্রিন্স মাহমুদের নেতৃত্বে ঘরে ঘরে ঈদ উপহার সামগ্রী পৌঁছে দেওয়া হয়।
উদ্যোক্তারা জানিয়েছেন, এসএসসি ৯৭ ব্যাচ নামের এই সামাজিক সংগঠন করোনা এই মহামারীতে জনগণের পাশে ছিল এবং থাকবে। সমাজের প্রতিটি বিত্তবান মানুষ যদি অসহায় মানুষের জন্য তাদের সাহায্যের হাত বাড়িয়ে দেন তাহলে কেউ অনাহারে-অর্ধাহারে থাকবে না।